স্টাফ রিপোর্টার :
প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে আজ সকালে দেওয়ানগঞ্জে প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পালিত হয়ে গেলো প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ। প্রধান বক্তা ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী, মৎস কর্মকর্তা শফিউল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব, কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, ওসি তদন্ত হাবিব সাত্তি, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুজ্জামান খান, ও বিভিন্ন এলাকার প্রান্তিক খামারি।
প্রধান বক্তা তার বক্তব্যে খামারিদের বিভিন্ন ভাবে উৎসাহিত করেন। তিনি আরো বলেন, আপনাদের খামারে যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আমি সাথে সাথে সমাধানের চেষ্টা করবো।
আলোচনার আগে অতিথিরা স্টল প্রদর্শন করেন এবং বিভিন্ন প্রাণি সম্পর্কে জেনে নেয়।