স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌর শহর প্রাণকেন্দ্রে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জামালপুর এর আয়োজনে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
৫ এপ্রিল শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়(প্রতিবন্ধী) এর প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)জামালপুর এর সভানেত্রী সানজিদা হক মৌ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ( বিপিএম),দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী,দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, জামালপুর ডিবি -২ ওসি সোহেল রানাসহ অনেকে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ আরো অনেকে।সঞ্চালনায় ছিলেন স্কুলের প্রধান উপদেষ্টা সাংবাদিক খাদেমুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি স্কুলের উন্নয়নের স্বার্থে তাহার নিজস্ব তহবিল হইতে ১ লক্ষ টাকা অনুদান হিসেবে দান করেন।