৭০ বছরের ঐতিহ্য ফিরিয়ে আনতে মরিয়া পোল্যাকান্দির বেপারী বংশ


 নূর ই ইলাহী, বিশেষ প্রতিনিধি (জামালপুর) :

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭০ বছরের ঐতিহ্য ফিরিয়ে আনতে মরিয়া পোল্যাকান্দির বেপারী বংশ ।

আসন্ন বাহাদুরাবাদ ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বেপারী বংশ । তারাদের বংশে পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ভুলু বেপারী। সেই ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তার উত্তর সূরীরা ।

أحدث أقدم