বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ

 

স্টাফ রিপোর্টার:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  


শুক্রবার (২৩ ফেব্রুয়ারী)বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ নির্বাচন অফিসার মোক্তার হোসেন। 

 

তিনি বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বী। সাইফুল ইসলাম বিপুল ঢোল,ছইম উদ্দিন টেলিফোন,আবুল কালাম আজাদ  আনারস, ওসমান গনী জুয়েল মোটর সাইকেল, জাহাঙ্গীর আলম পলাশ টেবিল ফ্যান শাহজাহান ঘোড়া, বাবুল অটোরিকশা, ছামিউল আলম ছামু চশমা প্রতীক পেয়েছেন। সংরক্ষিত ১৫ এবং সাধারণ সদস্য ৩১ জনের মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, বৃহস্পতিবার  (২২ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাধারণ সদস্য পদে দুজন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।


আগামী ৯ মার্চ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Previous Post Next Post