দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচনী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । বাংলাদেশ প্রবাহ


 স্টাফ রিপোর্টার দেওয়ানগঞ্জ :

দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী ) বিকেল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের মাঠে  এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মো. শফিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সার্কেল এসপি সুমন কান্তি, দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল প্রমুখ।

অনুষ্ঠনটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) আশরাফ আলী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মোক্তার হোসেন। এছাড়াও অন্যান্যদের মাঝে বাহাদুরাবাদ ইউপির চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব সইম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, মেম্বার প্রার্থী ফরিদ।

এ মতবিনিময় সভায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থীরাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Previous Post Next Post