স্পোর্টস ডেস্ক:
২০২৩ সালের বর্ষসেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিকস( আইএফএফএইচএস) । সে তালিকায় বর্ষসেরা ফুুটবলার নির্বাচিত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড । দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে । ২০২২ সালের বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি হয়েছেন তৃতীয় ।
আবার তালিকার সেরা ১০ জনের মধ্যেও রাখা হয়নি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে । অথচ চলতি বছর তিনিই সবচেয়ে বেশি গোল করেছেন । এই বছর দেশ ও ক্লাব সবমিলিয়ে ৫৩টি গোল করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর তারকা । অপরদিকে হালান্ড গোল করেছেন সবমিলিয়ে ৫২টি । সেরা ১০ এর তালিকায় না রাখার প্রতিবাদও করেছেন রোনালদো । পর্তুগালের একটি ক্রীড়া বিষয়ক সংবাদপত্র
অ্যাবোলা'র ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা বর্ষসেরার তালিকায় কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন রোনালদো । সঙ্গে একটি লজ্জা ইমোজিও জড়িয়ে দেন তিনি । এর মাধ্যমে হয়তো নিজের ভেতরে জমা ক্ষোভের প্রকাশই করেছেন এই আল নাসর তারকা । তালিকায় স্থান পাওয়া একমাত্র পর্তুগিজ ফুটবলার হলেন বার্নান্দো সিলভা । তিনি অষ্টম স্থানে রয়েছেন । অথচ তালিকায় প্রথম দিকেই থাকার কথা ছিল রোনালদোর ।