আসছে শাহরুখের নতুন ৫ ছবি

 


বিনোদন ডেস্ক: 

জাওয়ান, ডাঙ্কির পরে শাহরুখের উন্মাদনা থাকবে ৫ টি ছবিতে । দেখা যাবে তাঁকে, একটি বায়োপিকেও । 

শাহরুখ খান প্রথম অভিনেতা যিনি এক বছরে বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছেন । শাহরুখের আসন্ন ৫ টি ছবি দেখে নেওয়া যাক ।

টাইগার ৩: শাহরুখকে ২০২৪ সালের ঈদ উপলক্ষে সলমন খানের সাথে টাইগার ৩- এ দেখা যাবে । তবে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে । 

হে রাম: শাহরুখ খানকে নিয়ে কিছু মিডিয়া রিপোর্ট বলছে যে তাঁকে তাঁর নিজের ছবি হে রাম- এর রিমেকে দেখা যাবে ।

টাইগার বনাম পাঠান:  টাইগার বনাম পাঠান নিয়েও কাজ চলছে । এই ছবিতে শাহরুখ ও সলমনকে একসঙ্গে দেখা যাবে বলে শোনা যাচ্ছে ।

 স্যালুটে: শাহরুখ খান ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক স্যালুটেও রয়েছেন বলে জানা গেছে । বলা হচ্ছে রাকেশ শর্মার চরিত্রে অভিনয় করবেন তিনি । 

সঞ্জয় লীলা বনসালি ইজহার নামে একটি ছবি করছেন এতেও শাহরুখকে দেখা যাবে বলে প্রকাশ হয়েছে ।


Previous Post Next Post